Al-Hera Hospital Is The Best Hospital In Bangladesh. We Are A 250 Bedded Multi-Disciplinary Tertiary-Care Hospital, Situated At Mawna, Sreepur, Gazipur. It Is A Concern Of The ‘Abul Hossen Foundation’

আমাদের ভিশন

——————————————————–

প্রত্যেক নাগরিকের সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে। আল-হেরা হাসপাতাল এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

সহজে সুলভে সকল শ্রেণি পেশার মানুষের সাধ্যের সীমায় উন্নত মানের চিকিৎসা সেবা পৌঁছে দেয়া আমাদের ভিশন।

যে কোন প্রকার ছাড় নিয়ে আমরা আল-হেরা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের পাশে দাঁড়াতে চাই।

বৈশ্বিক প্রেক্ষাপটে চিকিৎসা সেবায় সংযোজিত যে কোন ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অবিরত কাজ করে যাচ্ছি। সর্বশেষ ভার্সনের প্রযুক্তির আওতায় আপনাদের সেবা দানে আমরা অঙ্গীকারাবদ্ধ।

 

 

আমাদের মিশন

——————————————————–

আল-হেরা হাসপাতাল গত বিশ বছর ধরে সঠিক স্বাস্থ্যসেবার অভিযাত্রা পরিচালনা করে আসছে। প্রতিনিয়ত চাহিদা ও প্রয়োজনীয়তার উপর গবেষণা অব্যাহত রেখে-উন্নত ও আধুনিক প্রযুক্তিকে সাথে নিয়ে সর্ব সাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করে চলছে। একের পর এক বিভাগ খুলে বিশেষজ্ঞ ডাক্তার মন্ডলীকে সংযুক্ত করে স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিভাগ গুলিকে প্রতিষ্ঠিত করেছে।

বাণিজ্য নির্ভরতা কমিয়ে সত্যিকারের সেবাকে সামনে তুলে ধরে মানবিক আবেদনকে বিশ্বাসে লালন করছি আমরা। এ কারণে চিকিৎসা খরচ সর্বনিন্ম স্তরে নামিয়ে এনে সহজে সেবা নিশ্চত করে চলছি।

আমাদের কাছে সেবাই সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচ্য

অর্থনৈতিক কারণে আল-হেরা হাসপাতাল কাউকে চিকিৎসা বঞ্চিত করে না।

ডাক্তার আবুল হোসাইন-একটি নিজস্ব ডোনেশন ফান্ড গঠন করে সেখান থেকে অসহায় দুস্থ্য গরীব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

 

 

——————————————————–

আমাদের স্লোগান – প্রতিদিন নতুন জীবন