Al-Hera Hospital Is The Best Hospital In Bangladesh. We Are A 250 Bedded Multi-Disciplinary Tertiary-Care Hospital, Situated At Mawna, Sreepur, Gazipur. It Is A Concern Of The ‘Abul Hossen Foundation’

ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য

 

আমি ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন। ময়মনসিংহ মেডিক্যাল থেকে এমবিবিএস পাস করেছি। ২৭ তম বিসিএস এ সিভিল সার্ভিসে কোয়ালিফাই করি। আমি জীবনের সকল পরীক্ষায় প্রথম শ্রেণিভুক্ত হয়েছি। যে কারণে দ্বিতীয় শব্দটির সাথে আমি যুক্ত হতে চাই না। আমি যা করি সব প্রথম শ্রেণিতে উন্নীত করতেই করি। এই অভিপ্রায়ে একটি হাসপাতাল নির্মাণ করেছি, আল-হেরা হাসপাতাল, অবস্থান-মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।

 

অনেক সীমাবদ্ধতা নিয়ে শুরু করেছিলাম। এখন ইনশাআল্লাহ্ সব সীমাবদ্ধতা দূর করে সফল অবস্থানে উন্নীত হতে পেরেছি। এখন আমার ‘ফার্স্ট ক্লাস’ সব আয়োজন। প্রথম শ্রেণির ইন্টারন্যাশনাল মানের মেশিনারিজ সেটআপ এবং সকল ডিপার্টম্যান্টে প্রথম শ্রেণির সর্বোচ্চ মানের বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রদান করে যাচ্ছেন। প্রথম শ্রেণির সেবার অঙ্গীকার নিয়ে আল-হেরা হাসপাতাল আপনার পাশে আছে।

 

আপনি আসুন আমাদের সাথে সংযুক্ত হোন। আপনার যে কোন ধরণের ডিমান্ডের সাথে নিজেদের মানিয়ে নিয়ে আমরা সেবাদানে প্রস্তুত।

———————————————

ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন

ব্যবস্থাপনা পরিচালক